ইউক্রেনকে অস্ত্র দিতে আইন বদলান, দক্ষিণ কোরিয়াকে ন্যাটোপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:১৭ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩২

ইউক্রেনকে সামরিক সমর্থন জোরদারে দক্ষিণ কোরিয়ার প্রতি আহবান জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সংঘাতময় দেশগুলোতে অস্ত্র রপ্তানি না করার দক্ষিণ কোরিয়ার নীতি পুনর্বিবেচনা করারও আহ্বান জানান তিনি।

স্টলটেনবার্গ তার এশিয়া সফরের প্রথম ধাপে সোমবার সিউলে চেই ইনস্টিটিউটে বক্তৃতাকালে এ আহ্বান জানান।

ইউক্রেন সংঘাত ও চীন থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে আঞ্চলিক গণতান্ত্রিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে তিনি জাপানও সফর করবেন।

রবিবার তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইউক্রেনের আরও গোলাবারুদের জরুরি প্রয়োজন বলে জানান।

ন্যাটোপ্রধান জার্মানি ও নরওয়ের মতো দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সংঘাতময় দেশগুলোতে অস্ত্র রপ্তানি না করার জন্য দীর্ঘস্থায়ী নীতিগুলো ন্যাটো গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পর সংশোধন করে।

চেই ইনস্টিটিউটে বক্তৃতাকালে ন্যাটোপ্রধান বলেন, ‘আমরা যদি স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাস করি, যদি আমরা স্বৈরাচার ও সর্বগ্রাসীভাবে জিততে না চাই তবে তাদের অস্ত্র দরকার।’

দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অস্ত্র রপ্তানিকারক দেশ এবং সম্প্রতি ন্যাটো-সদস্য পোল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোর কাছে বিপুল সংখ্যক ট্যাংক বিক্রির চুক্তি স্বাক্ষর করেছে। তবে দক্ষিণ কোরিয়ার আইনে সক্রিয় সংঘাতের দেশগুলোতে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ। যে কারণে সিউল বলেছে যে, কিয়েভকে সরাসরি অস্ত্র সরবরাহ করা কঠিন। তবে অ-মারাত্মক এবং মানবিক সহায়তা প্রদান করেছে।

দক্ষিণ কোরিয়া গত বছর ন্যাটোতে তার প্রথম কূটনৈতিক মিশন চালু করেছে।

স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের সংঘাত কখন শেষ হবে তা স্পষ্ট নয়, পুতিন আরও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এবং উত্তর কোরিয়াসহ দেশগুলো থেকে অস্ত্র সংগ্রহ করছেন।

পিয়ংইয়ং মস্কোতে অস্ত্র পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে এবং রোববার বলেছে ‘নিজেদের রচিত গুজব’ ছড়াতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিকই অনাকাঙ্ক্ষিত ফলাফলের সম্মুখীন হবে।

উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিভাগের মহাপরিচালক কোওন জং গুন বলেছেন, একটি অস্তিত্বহীন কোনো কিছু তৈরি করে (উত্তর কোরিয়া) এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা গুরুতর উস্কানি যা কখনই অনুমোদিত হতে পারে না এবং এটি এর প্রতিক্রিয়াকে আতঙ্কিত করতে পারে না।

তিনি এটিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার প্রস্তাবকে ন্যায্যতা দেওয়ার একটি অপকৌশল বলেও অভিহিত করেছেন।

চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য মার্কিন সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র ৩১টি আব্রামস ট্যাংকের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে রাশিয়া বলেছে, কিয়েভে পাঠানো সব ধরনের সমরাস্ত্র ধ্বংস করা হবে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১, বিমানবন্দর বন্ধ

বিতর্কের জন্য হ্যারিস ও ট্রাম্পের চূড়ান্ত প্রস্তুতি

বাংলাদেশে সরকার উৎখাতে মার্কিন-চীন প্রভাবের অভিযোগ নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

ভারতে মাঙ্কিপক্স শনাক্ত

গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলের হামলায় ৪০ জন নিহত

মনিপুরে ‘রাজভবনে’ ভারতীয় পতাকা সরিয়ে মেইতি পতাকা টানিয়েছে শিক্ষার্থীরা

‘রক্তক্ষয়ী লড়াইয়ের’ মাধ্যমে ইমরান খানকে মুক্ত করা হবে, হুঁশিয়ারি পিটিআইয়ের

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

এই বিভাগের সব খবর

শিরোনাম :