ঢাবির সলিমুল্লাহ হল ক্রীড়া প্রতিযোগিতা: জাহিদ চ্যাম্পিয়ন, রানারআপ মুকুল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:০১| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:১৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো সলিমুল্লাহ মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সার্বিকভাবে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন নত্যৃকলা বিভাগের ২০১৪-২৫ সেশনের জাহিদ হাসান। আর রানারআপ হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মুকুল মুর্শেদ।

এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট মো: ইকবাল রউফ মামুনসহ আরও অনেকে। মাননীয় উপাচার্য উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আর হলের প্রভোস্টের বক্তব্যের মাধ্যমে শেষ হয় এবারের আয়োজন।

খেলা শেষে প্রভোস্ট মহোদয় জানালেন, ‘শিক্ষক, ছাত্র ও হল অফিসের সম্মিলিত প্রচেস্টায় সলিমুল্লাহ মুসলিম হলের এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলো আজ। ছাত্ররা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে খেলায় অংশগ্রহণ করেছে এবং বিজয়ীরা মাননীয় উপাচার্য মহোদয়ের হাত থেকে পুরষ্কার গ্রহণ করে। যারা বিজয়ী হতে পারেনি তাদের উপাচার্য মহোদয় বিশেষভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান।’

প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী তিনটি করে ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রথমস্থান অর্জনের জন্য বরাদ্ধ ছিল ৫ পয়েন্ট। আর দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য ছিল যথাক্রমে ৩ ও ১ পয়েন্ট।

জাহিদ হাসান ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌঁড়ে প্রথমস্থান অর্জন করার সংগ্রহ করেছেন পূর্ণ পয়েন্ট। অন্যদিকে রানারআপ হওয়া মুকুল মুর্শেদ। দীর্ঘ লম্ফে প্রথম, ১০০ মিটার দৌঁড়ে ও ত্রি-লম্ফে দ্বিতীয়স্থান অর্জন করেন। ফলে তার প্রাপ্ত পয়েন্ট হয় ১১। এদিকে তৃতীয় সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সমাজবিজ্ঞান বিভাগের সামিউল ইসলাম।

বিভিন্ন প্রকারের দৌঁড় ও লাফ ছাড়াও গোল নিক্ষেপ ও চাকতি নিক্ষেপসহ প্রায় ১৫টির মতো ইভেন্ট ছিল। নিজের পছন্দ অনুযায়ী শিক্ষার্থীরা প্রতিযোগতায় অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা