যাত্রাবাড়ীতে দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৩
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যা ব। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি মুঠোফোন জব্দ করা হয়। বুধবার বিকালে র্যা ব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. ফরিদুল ইসলাম জয় ও মো. সোহাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার র্যা ব-১০ এর একটি দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ফরিদুল ইসলাম জয় ও মো. সোহাগ নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু ও একটি মুঠোফোন জব্দ করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র্যা ব জানায়, আটক হওয়া জয় ও সোহাগ বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এছাড়া আটক মো. ফরিদুল ইসলাম জয়ের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ছিনতাই মামলা এবং মো. সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানায় র্যা ব।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এএ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা