মৌলভীবাজারে তিনজনকে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩০
অ- অ+

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়- টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ৩ ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে নোটিশ প্রদান করা হয়েছে।

৩১ জানুয়ারি দুপুরে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর ও উত্তর বড়ডহর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকায় দীর্ঘদিন যাবত দুস্কৃতিকারীরা অবৈধভাবে অবাধে পাহাড়-টিলা কর্তন করে ওই মাটি নিজেদের প্রয়োজনে ব্যবহার ও মাটি বিক্রি করে আসছে। গোপন সংবাদে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মাইদুল ইসলামের নেতৃত্বে পরিদর্শক নূরুল আমিন প্রধান ও অফিস স্টাফ নারায়ন রায় এ অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়-টিলা কর্তন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে সাগরনাল ইউপির দক্ষিন বড়ডহর গ্রামের মৃত মনাফের ছেলে আমির উদ্দিন ও একই গ্রামের আব্দুল গনি এবং উত্তর বড়ডহর গ্রামের মোশফিক মিয়ার স্ত্রী রবজান বেগমকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন কর্তৃক স্বাক্ষরিত পরিবেশ ক্ষতিসাধনের জন্য শুনানিতে হাজির হওয়ার নোটিশ প্রদান করা হয়।

অভিযুক্তদের ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে হাজির হয়ে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা