বন্ধুর হাতে বন্ধু খুন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

২০০৫ সালে নড়াইলের নড়াগাতি এলাকায় বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ১৭ বছর ধরে পলাতক আসামি শামীম শেখকে রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত মো. শামীম শেখ নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মো. দাউদ শেখের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত শামীমের বরাত দিয়ে র‌্যাব জানায়, নড়াইলের নড়াগাতি এলাকায় ২০০৫ সালে বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। শামীম র‌্যাবকে জানায়, ২০০৫ সালে তার বন্ধু রাজুর সাথে তার জমিজমা এবং দুই বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে রাজু গ্রেপ্তারকৃত শামীম শেখকে আঘাত করে। পরবর্তীতে শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে। আর কুপিয়ে হত্যা করে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে ওই অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে সুযোগ বোঝে পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তার অন্য পাঁচজন সহযোগী মিলে তার বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর নড়াইলের নড়াগাতি থানায় একটি হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার আসামি শামীম শেখ এবং তার অন্য ছয়জন সহযোগীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরবর্তীতে তিন মাস পর গ্রেপ্তারকৃত শামীম শেখ জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত ওই মামলার সব আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত শামীম শেখ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :