বন্ধুর হাতে বন্ধু খুন, অবশেষে র্যাবের হাতে ধরা

২০০৫ সালে নড়াইলের নড়াগাতি এলাকায় বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। ১৭ বছর ধরে পলাতক আসামি শামীম শেখকে রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে র্যাব-৩।
গ্রেপ্তারকৃত মো. শামীম শেখ নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মো. দাউদ শেখের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শামীমের বরাত দিয়ে র্যাব জানায়, নড়াইলের নড়াগাতি এলাকায় ২০০৫ সালে বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। শামীম র্যাবকে জানায়, ২০০৫ সালে তার বন্ধু রাজুর সাথে তার জমিজমা এবং দুই বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে রাজু গ্রেপ্তারকৃত শামীম শেখকে আঘাত করে। পরবর্তীতে শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে। আর কুপিয়ে হত্যা করে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে ওই অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে সুযোগ বোঝে পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তার অন্য পাঁচজন সহযোগী মিলে তার বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর নড়াইলের নড়াগাতি থানায় একটি হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার আসামি শামীম শেখ এবং তার অন্য ছয়জন সহযোগীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরবর্তীতে তিন মাস পর গ্রেপ্তারকৃত শামীম শেখ জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত ওই মামলার সব আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তারকৃত শামীম শেখ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।
(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এএ/এলএ)

মন্তব্য করুন