নৌকায় ভোট দিন উন্নয়ন উপহার দেব: এমপি শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০০
অ- অ+

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন, বিনিময়ে আমি আপনাদের উন্নয়ন উপহার দেব।

শুক্রবার মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বাওয়ার কুমারাজানী মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাওয়ার কুমারজানী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুর রউফ দুলালের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মা সিএনজির ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম মিয়া, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার একজন নগন্য কর্মী। আমার বাবা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দেশের স্বার্থে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, আমি আপনাদের উন্নয়ন উপহার দেব। এ সময় তিনি মসজিদ ও কবরস্থানের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

খান আহমেদ শুভর সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহীদুর রহমান লাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা