সাড়ে ৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭

উড্ডয়নের সময় রানওয়েতে বিমানের চাকা ফেটে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, চাকা মেরামত করে ওই উড়োজাহাজ রানওয়ে থেকে সরানো হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ১টার দিকে উড্ডয়নের সময় বিকট শব্দে বিমান বাংলাদেশের একটি বোয়িং উড়োজাহাজের চাকা পাংচার হয়ে যায়। তখন উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হলে আতংকিত হয়ে পড়েন ১৪৮ যাত্রীর সবাই। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি।

বেলা ৩টা ৪০ মি‌নিটের দিকে রানওয়ে থেকে বিমান‌টি স‌রিয়ে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল হয়। ফ্লাইট চলাচল স্বাভাবিক হয় সাড়ে চারটার দিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে. বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ১২টা ৫৫ মিনিটে ওড়ার কথা ছিলো। রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়।

এতে প্রায় ৪০ মিনিট যাত্রীরা বিমানের ভেতরে আটকে ছিলেন। পরে তাদের লাউঞ্জে নিয়ে যাওয়া হয়।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :