যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়, ৭৫ হাজারে বিক্রি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫১
অ- অ+

শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই বাঘাইড় মাছটি।

শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

প্রথমে এ বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলেন সুনীল নামের ওই জেলে। পরে সে বাঘাইড় মাছটি গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার নামে মাছটি ক্রয় করে এবং পরে বাবলু হাওলাদার সে মাছটি বিক্রি করে ৭৫ হাজার টাকা। এছাড়াও আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছও বাজারে তোলা হয়।

স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো দেখেনি। যমুনা নদীতে সুনীল নামে জেলের জালে ধরা পড়ে। পরে গোবিন্দাসী বাজারে তোলা হলে বাঘাইড়টি মাছটি এক নজর দেখতে অসংখ্য লোকজন ভিড় করে ও মাছটি অনেকে ক্রেতা দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি হয়।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরে পড়েনি। এ প্রথম জালে আটকে পড়ে বাঘাইড় মাছটি।

এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি

বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। এসময় অনেকেই মাছটি দাম-দাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেই।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা