শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের শ্রীপুরে সড়কে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে চালক সোহেল রানা (৩০) নিহত হয়েছেন। তিনি শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে। রবিবার দুপুরে শ্রীপুর-বরমী সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে (পুরাতন বাসস্ট্যান্ডের) এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার জানান, আহত অবস্থায় মোটরসাইকেল চালক সোহেলকে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন