পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১
অ- অ+

ক্যাপ টাউনে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রান তুলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ব্যাট করতে নেমে ২৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় পাকিস্তান।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। মাত্র ১ রানে মারুফা আক্তারের বলে বোল্ড আউট হন ওপেনার সিদ্রা আমিন। আরেক ওপেনার জাভেরিয়া খান করেন ১২ রান। এবার ঘাতক সেই মারুফ। আর উইকেটকিপার ব্যাটার মুনেবা আলি করেন ৯ রান।

পরে দলনেতা বিসমাহ মারুফ ও অলরাউন্ডার নিদা দার মিলে দলকে জয়ের দিকেই নিয়ে যান। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি দলনেতা। আউট হন ২৪ রানে। পরে আয়েসা নাসিমকে নিয়ে জয় নিশ্চিত করেন নিদা। ২৪ রানে নিদা ও ২০ রানে আয়েশা অপরাজিত থাকেন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ব্যাট শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৮ রানে সাজঘরের পথ ধরেন ওপেনার সালমা খাতুন।

দ্বিতীয় উইকেটে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন ওপেনার শবনম মোস্তারি ও শামীমা সুলতানা। কিন্তু রানের চাকা ছিল মন্থর। ২০ বলে ১৮ রানে আউট হন শবনম। আর ৪১ বলে ৩৬ রান তুলে সাজঘরের পথ ধরেন শামীমা। পরে ৭ বলে ৩ রান করে আউট হন স্বর্ণা।

এছাড়া রুমানা ৬, জ্যোতি ১৫, রিতুমনি ৩, নাহিদা ৬ ও মুর্শিদা ২ রান করেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা