সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০
অ- অ+

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ২ হাজারের বেশি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক শোকবার্তায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

শোকবার্তায় বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ তায়ালা নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন এবং তাদের পরিবার পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।

তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ার সরকার এবং জনগণের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যথী। বিএনপি ও বাংলাদেশের জনগণ আশা প্রকাশ করে, তুরস্ক, সিরিয়ার সরকার এবং জনগণ অতিদ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে, উদ্ধারকাজ সম্পন্ন করে পুনর্বাসন পক্রিয়া শুরু করতে পারবে। জাতিসংঘ ও বিশ্ববাসীকে তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয় থেকে বন্ধুপ্রতিম দেশ দুইটির জনগণকে রক্ষা করতে হবে।

বিএনপি মহাসচিব ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের প্রতিও গভীর সমবেদনা জানান।

ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি জেবি/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
কোরবানির পশুর হাট সড়কে বসানো যাবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা