স্থায়ী জামিন পেলেন মির্জা ফখরুল ও আব্বাস

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলায় এক মাস কারাভোগের পর গত ৯ জানুয়ারি অন্তর্বর্তীকালীন জামিনে কারামুক্ত পান মির্জা ফখরুল ও মির্জা আব্বাস।
গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ সামনে রেখে ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ঘটনার পরদিন (৮ ডিসেম্বর) গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে তুলে নেয় পুলিশ। পরের দিন সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটকের কথা স্বীকার করে। ওই সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় দুই নেতাকে।
এর পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করলে তিনবার নাকচ হয়। এর পর হাইকোর্টে গেলে আদালত রুলসহ দুজনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তাদের ছয় মাসের জামিন আদেশ বহাল রাখেন।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

সংসদ সদস্য আফসারুল আমীনের মৃত্যুতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শোক

ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন শনিবার

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জনক: ডা. ইরান

কুষ্টিয়ার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য: হানিফ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ অস্ত্রসহ গ্রেপ্তার

টিকটকে অ্যাকাউন্ট খুলেছে আওয়ামী লীগ, ফলো করার আহ্বান

এই বাজেট জনগণকে ধুঁকে ধুঁকে মৃত্যুমুখে ঠেলে দেয়ার বাজেট: এবি পার্টি

মানুষকে নিঃস্ব করে আ.লীগ সরকার নিজেদের উন্নয়ন চায়: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার জনবান্ধব: কৃষিমন্ত্রী
