`নির্বাচনে দলকে বিজয়ী করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে’

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরষিদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তৃণমূল হচ্ছে প্রত্যেকটি সংগঠনের অন্তঃপ্রাণ। আর সেই তৃণমূল থেকে দলকে সুসংঘটিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মেনে সকলকে একযোগে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্র ঘোষিত আগামী ১১ ফেব্রুয়ারি প্রত্যেকটি ইউনিয়নে যে শান্তি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, তা শতভাগ সফল করতে হবে। যার ফলে তৃণমূল পুনরুজ্জিবীত হবে, নেতাকর্মীদের মাঝেও চাঞ্চল্যতা ফিরে আসবে।’
বুধবার বিকাল ৪টার দিকে সংগঠনের জেলা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত আগামী ১১ ফেব্রুয়ারি প্রত্যেকটি ইউনিয়নে শান্তি সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জরুরি নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুজিত অধিকারীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সহসভাপতি কাজী বাদশা মিয়া, এমএম মুজিবর রহমান, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ ছালাম, মোস্তফা কামাল পাশা খোকন, অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায় ও রফিকুর রহমান রিপনসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন