মাদারীপু‌রে কিশোর গ্যাংয়ের হামলায় তিন ব্যবসায়ী আহত, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪০

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় তিন ব্যবসায়ী গুরুতর আহত করেছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে। বৃহস্পতিবার বিকালে কালকিনি থানার সামনে স্বপন-সরাফত রোডের মাছ বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন- সজীব রাড়ী (২০), আলী বেপারী (৩০) ও লিটন হাওলাদার (৪৫)।

বাজার ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, পৌর এলাকার পাতাবালি গ্রামে কিছুদিন পূর্বে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে শত্রুতা সৃষ্টি হয়। এর জেরে বুধবার ওই এলাকার কালাঁচান হাওলাদারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আসিফ হাওলাদারের নেতৃত্বে হিমেল হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায় কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে বৃহস্পতিবার দুপুরে সেই সূত্র ধরেই আসিফ হাওলাদারের নেতৃত্বে শাকিল বেপারী, শাহীন হাওলাদার, রায়হান হাওলাদার ও রুমান বেপারীসহ প্রায় ২০ থে‌কে ২৫ জন কিশোর মিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় আলী বেপারীর বিকাশ এজেন্টের দোকান ও লিটন হাওলাদারের পান-সুপারীর দোকান ভাংচুর করে। আহত দোকান মালিক আলী বেপারী জানান, দুপুরে দোকানে বসেছি এমন সময় ২০ থে‌কে ২৫ জন কিশোর দেশীয় অস্ত্র হাতে হঠাৎ করে দোকানপাঠ ভাংচুর শুরু করে। এসময় আমাকে আহত করে বিকাশ ব্যবসার নগদ চার লাখ ২০ হাজার টাকা ও কয়েকটি মূল্যবান মোবাইল লুট করে নিয়ে যায়। পরে আমার দোকানের সিসি ক্যামেরার পুরো মেশিন খুলে নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচার চাই।

দোকান ব্যবসায়ী লিটন হাওলাদার ও মো. রাজিব রাড়ী জানান, ২০ থে‌কে ২৫ জন অল্প বয়সী যুবক রামদা, চাপাতি, ছুরি, আতুর, লোহার পাইপসহ সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে দোকান ভাংচুর করে পান-সুপারী, জর্দা সবকিছু মাটিতে মিশিয়ে দিয়েছে এবং বাজারের ডাকের উত্তোলনের গত এক মাসের ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে গেছে। আমরা প্রাণ ভয়ে পালাইয়া যেতে পারছি বলে জীবনটা বাচাঁইতে পারছি নইলে আমাদের মেরে ফেলত।

বিকাশ ব্যবসার জন্য ডাচবাংলা বুথ থেকে টাকা উঠাইয়া দোকানে আসার সময় আসিফ হাওলাদারের নেতৃত্বে ৩০ থে‌কে ৩৫ জন হামলা করে আতুর, লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তারা সাত লাখ টাকা ও বিকাশ এজেন্টের দুই লাখ টাকা যা টাচমোবাইলে ছিল সব নিয়া গেছে। তারা প্রতিনিয়ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর লুটপাট করতেছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই তার উপর হামলা করে। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কিশোর গ্যাংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরক পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়ন আছে। থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :