রিয়েলম্যান পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাসকিন আহমেদ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৯| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৩
অ- অ+

বিশ্বখ্যাত পারফিউম ব্র্যান্ড ফগের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিনি কসমেটিক্সের নতুন ব্র্যান্ড রিয়েলম্যান বডি স্প্রে ও পারফিউমের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার ও স্বনামধন্য ক্রিকেটার তাসকিন আহমেদ।

রাজধানীর গুলশান ক্লাবে বুধবার (৮ ফেব্রুয়ারি) এক জাক-জমকপূর্ণ অনুষ্ঠানে তাসকিন আহমেদকে রিয়েলম্যান বডি স্প্রে ও পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিনি কসমেটিক্সের কান্ট্রি ম্যানেজার আহসান খন্দকার, মার্কেটিং ম্যানেজার রাকিবুল ইসলাম, ন্যাশনাল সেলস ম্যানেজার আশরাফুজ্জামান, চ্যানেল সেলস ম্যানেজার রুবায়েত সরোয়ার, স্পেসডগের সিইও ফয়সাল আবদুল্লাহ রায়ানসহ অতিথিরা।

উক্ত অনুষ্ঠানে তাসকিন আহমেদ বলেন, 'বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফগের নির্মাতা প্রতিষ্ঠান ভিনি কসমেটিক্সের নতুন ব্র্যান্ড রিয়েলম্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, শুধু খেলোয়াড় ই নয়, সবারই নিজের কাছে নিজেকে ভালো অনুভব করার জন্যে একটি ভালো মানের লং লাস্টিং ফ্র্যাগ্রান্স রাখা উচিত যা শরীর ও মনকে রিফ্রেশিং রাখবে সবসময়।'

ভিনি কসমেটিক্সের কান্ট্রি ম্যানেজার আহসান খন্দকার বলেন, 'বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার তাসকিন আহমেদকে রিয়েলম্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফগের পথ ধরে রিয়েলম্যান ব্র্যান্ডটিকেও আমরা সফলভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি, এটাই আমাদের জন্যে অনেক গর্বের বিষয়! পুরুষদের জন্যে বিশেষভাবে রিয়েলম্যান বডি স্প্রে ও পারফিউম তৈরি করা হয়েছে, যার ম্যানলি ও লং লাস্টিং ফ্র্যাগ্রান্স সারাদিন প্রাণবন্ত রাখবে।'

উল্লেখ্য, ভিনি কসমেটিক্স ২০১৪ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। এই কোম্পানির ফগ বডি স্প্রে ও পারফিউম, অসাম বডি মিস্ট ও বডি স্প্রে, হোয়াইটটোন ফেইস পাউডার ও স্মুথ ক্রিমসহ বিভিন্ন ধরণের সুগন্ধী ও প্রসাধনী সামগ্রী খুচরা ও পাইকারি ছাড়াও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যায়।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা