ফরিদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫১
অ- অ+

বিদ্যুৎ, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ফরিদপুর গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব বাচ্চু শেখ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মিন্টু হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক জুয়েল ভাণ্ডারী প্রমুখ।

এসময় বক্তারা বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন। তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এই স্বৈরাচারী সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে অবিবেচনাপ্রসূতভাবে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ খেটেখাওয়া মানুষের আজ নাভিশ্বাস ওঠে গেছে। অচিরেই বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম না কমালে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা