খাগড়াছড়িতে চোরাই কাঠ জব্দ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি মাস্টারঘাটায় বাংলাদেশ সেনাবাহিনী ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে ৫৫০ ঘণফুট আকাশ মনি এবং বিবিধ গোল কাঠসহ ৬০০ ঘণ ফুট জ্বালানি কাঠ জব্দ করেছে।
শনিবার ভোরে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণের এ গোল কাঠ জমিয়ে রাখার স্থানে অভিযান পরিচালনা করেন মানিকছড়ি জোনের সেনাবাহিনী এবং খাগড়াছড়ি বনবিভাগের অধিনে থাকা গাড়িটানা রেঞ্জের একদল সদস্য। এ সময় একই ইউনিয়নের ছদুরখিল এলাকা থেকে ৬০০ ঘণ ফুট মাস্টারঘাটা থেকে ৫৫০ ঘণ ফুট আকাশমনি ও বিবিধি কাঠ জব্দ করা হয়। যার উভয় কাঠের আনুমানিক স্থানীয় বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
খাগড়াছড়ি বনবিভাগের গাড়িটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন