মৌলভীবাজারে ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার শহরের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার পৌরসভা হলরুমে পৌরসভার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ফজলুর রহমান।
পূর্ণা রায় ভৌমিক ও রুমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিক।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সম্পাদক আক্তারুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ।
বক্তব্য দেন- মৌলভীবাজার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসানাত কামাল, হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা গোস্বামী, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায়, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা খানম, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমুখ।
মেয়র ফজলুর রহমান বলেন, সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা সম্মাননা পায় না। তাদের উৎসাহ দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারই প্রথম এটা চালু হলো। আগামী বছর থেকে শিক্ষার্থীদের মেধা পরীক্ষা নিয়ে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন