কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত নিবিড় কুমার বিশ্বজিতের ছেলে

কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নিবিড় কুমার সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় গিয়েছিলেন।
ভয়াবহ এ দুর্ঘটনার খবরে মঙ্গলবার রাতে সপরিবারে কানাডা ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।
গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন। খবর সিবিসির।
নিহত তিনজন হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তারা শিক্ষা ভিসায় কানাডায় গিয়ে সেখানকার একটি কলেজে পড়ছিলেন। নিবিড় কুমারও একই ভিসায় কানাডায় গিয়ে পড়ছিলেন।
এ ঘটনায় কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর বাংলাদেশ সময় বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কুমারদের জন্য প্রার্থনা। শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্তর জন্য গভীর শোক।’
অন্টারিও পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণে চারজনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কেরি স্মিত নামে অন্টারিও পুলিশের এক সার্জেন্ট বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে থাকা কংক্রিটের দেয়ালের ওপর দিয়ে খাদে পড়ে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভায় এবং চারজনকে উদ্ধার করে।
স্মিত আরও বলেন, হতাহতরা সবাই শিক্ষা ভিসায় কানাডায় যান। তারা টরন্টোর বাসিন্দা ছিলেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুইজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

রায়হান রাফীর ‘মায়া’য় ইমন-সারিকা

ছোট দল বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

এবার বাংলাদেশে আসছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

চিত্রনায়ক শাকিল খানও হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

শেষপর্যন্ত আলিয়াও ভুয়া আপত্তিকর ভিডিওর শিকার

হিরো আলম এবার বলিউডের রাখি সাওয়ান্তের নায়ক

বিয়ে করছেন ‘শিসকন্যা’ খ্যাত গায়িকা অবন্তি সিঁথি

গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকেই বিয়ে করলেন অভিনেতা পরমব্রত

বাপ্পী লাহিড়ী কেন গলাভর্তি সোনার গয়না পরতেন জানেন?
