ফাইনালে মুখোমুখি কুমিল্লা-সিলেট, শিরোপা উঠবে কার হাতে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নাগরিক টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

বিপিএলের ইতিহাসে এখনও শিরোপার স্বাদ পায়নি সিলেট। শিরোপা তো দূরের কথা এখন পর্যন্ত ফাইনালেই উঠল এবার প্রথম। তাই শিরোপা জিততে মুখিয়ে আছে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে এখন পর্যন্ত ঢাকার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ জিততে ঢাকাকে ছাড়িয়ে যাবে ইমরুল কায়েসরা। আর বিপিএলের ইতিহাসে ফাইনালে কখনও হারেনি ভিক্টোরিয়ান্সরা। তাই জয়ের দিকেই চোখ রয়েছে শিরোপা প্রত্যাশী এই দলটির।

উল্লেখ্য, এবারের বিপিএলের প্রথমপর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে প্রথম কোয়ালিফায়ারে উঠে সিলেট ও কুমিল্লা। সিলেটকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে সিলেট।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :