দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক

দিনাজপুরের নবাবগঞ্জে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের শালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দম্পতির নাম আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী শাপলা বেগম। মান্নান ওই এলাকার তায়েজ উদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সস্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৩০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।পুলিশ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বড়ি বিক্রয় করছিলেন ওই দম্পতি। রাতে তাদের নামে মাদকের মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন