জাতীয় দলে সাকিব-তামিম দ্বন্দ্ব, প্রকাশ্যে আনলেন পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪
অ- অ+

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান। এক সময় এই দুই ক্রিকেটার সবচেয়ে কাছের বন্ধু থাকলেও সেই সম্পর্ক আর নেই। বরং সেটা রূপ নিয়েছে দ্বন্দ্বে। শুধু তাই নয়, জাতীয় দলে নাকি গ্রুপিংও চলছে। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সম্প্রতি সাকিব-তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। দুজনের একে অপরের সঙ্গে কথা না বলার বিষয়টি প্রকাশ্যে আসলে সেই আলোচনার মাত্রা দ্বিগুণ হয়। এবার মুখ খুললেন খোদ বিসিবি বস নাজমুল হাসান পাপন। দুজনের মধ্যে দ্বন্দ্বের কথা উড়িয়ে না দিয়ে নতুন তথ্য দিলেন তিনি।

বাংলাদেশ দলের ড্রেসিং রুমের বর্ণনা দিয়ে পাপন বলেন, ‘ড্রেসিং রুমের পরিস্থিতি খুব একটা ভালো না। তাদের ব্যাপারটা (সাকিব-তামিম) আমি সমাধানের চেষ্টাও করেছি। সেজন্য দুজনের সঙ্গে কথাও বলেছি। কিন্তু তাদের মধ্যকার এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়ে উঠেনি।’

বাংলাদেশ দলে গ্রুপিং অভিযোগ উঠে আসছিলো অনেক আগে থেকেই। এবার সেই অভিযোগ অকপটে স্বীকার করে নিলেন বিসিবি বস। এ বিষয়ে পাপন বলেন, 'বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, আর এটাই বাস্তবতা। আমার আর কোনো কিছুতেই সমস্যা নেই।'

এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পালন করছেন তামিম। অন্যদিকে বাকি দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব। তামিম টি-টোয়েন্টি ছেড়েছেন, কিন্তু টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ওয়ানডে দলের অন্যতম সেরা সদস্য সাকিব আল হাসান। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবে বিসিবি- সেটাও ভাবনার বিষয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস
দ্রুত পদক্ষেপে আলোচিত দুই খুনের রহস্য উদঘাটন, জানাবেন র‌্যাব প্রধান
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা