শান্তর ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৬:০২ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১৪:২৩

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হুট করেই খানিকটা চাপে পড়ে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে নাজমুল হেসেন শান্তর ফিফটিতে এগোচ্ছে দলীয় স্কোর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১৩৬ রান তুলেছে টাইগাররা।

এখন ৫১ রানে শান্ত ও ১৫ রানে মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা তামিম ইকবাল খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। কিন্তু ওপেনিং জুটিটা বড় করা হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকানোর পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিটন কুমার দাস। এদিকে আর পাওয়ার প্লের শেষ ওভারে ফিরেছেন তামিম। লিটন ৭ রান ও তামিম ২৩ রান করেন।

এরপর মুশফিকুর রহিমকে নিয়ে বড় জুটি গড়ায় ইঙ্গিত দেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশি। আউট হয়েছেন ১৭ রানে। আর সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :