১০৯ রানেই অলআউট ভারত, লিড নিচ্ছে অস্ট্রেলিয়া

চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ঘূর্ণিতে সুবিধা করতে পারল না স্বাগতিক ভারত। সবকটি উইকেট হারিয়ে তুলেছে মাত্র ১০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১২৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফলে লিড দাঁড়িয়েছে ১৮ রানে।
ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। কিন্তু ব্যাট করতে সুবিধা করতে পারেননি দুই ওপেনার। ১২ রানে রোহিত শর্মা ও ২১ রানে ফেরেন শুভমান গিল। এরপর ব্যাট হাতে দাঁড়াতে পারেননি কেউই। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংসটি খেলেন টপঅর্ডার ব্যাটার বিরাট কোহলি। এছাড়া শ্রীকার ভারত ১৭ ও অক্ষর প্যাটেল ১২ রান করেন।
বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ সফল বোলার ম্যাথু কুহেম্যান। ১১.২ ওভারে মাত্র ৩৫ রানের খরচায় একাই তুলে নেন পাঁচটি উইকেট। এছাড়া তিনটি নাথান লিয়ন। টোড মারফি পেয়েছেন একটি উইকেট।
এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই সাজঘরের পথ ধরেন অজি ওপেনার ট্রেভিস হেড। দ্বিতীয় উইকেটে খেলতে নামা মার্নাস লাবুশেনকে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন ওপেনার উসমান খাজা। তাতেই লিডের দিকে এগোতে থাকে সফরকারীরা। ৯১ বলে ৩১ রান তুলেন লাবুশেন।
এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬০ রানে থামেন ওপেনার খাজা। ১৪৭ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চারে সাজানো। এখন ৯ রানে স্টিভেন স্মিথ ও শূন্য রানে পিটার হ্যান্ডসকম্ব ব্যাট করছেন। ভারতের পক্ষে তিনটি উইকেটই পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রবিন্দ্রো জাদেজা।
(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

মন্তব্য করুন