ছেলের ছবি হাতে ঢামেকের সামনে রতন মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩, ১৯:০৮

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনাস্থলের পাশে যানজটে আটকে ছিল সাভার পরিবহনের একটি বাস। যে ভবনটিতে বিস্ফোরণ হয় সেটির দেয়ালের ভাঙা অংশ ছিটকে বাসের ভেতর পড়ে। মুহূর্তেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় বাসটি। এই বাসে করেই সাভার যাচ্ছিলেন মো. রতন মিয়ার ছেলে আব্দুল মালেক। মঙ্গলবারের (৭ মার্চ) ঘটনার পর থেকেই কোথাও ছেলের খোঁজ না পেয়ে ঢাকা মেডিকেলের সামনে ছেলের একটি ছবি হাতে ছলছল চোখে দাঁড়িয়ে আছেন রতন মিয়া।

নিখোঁজ আব্দুল মালেক সাভারের একটি ইট ভাটায় কাজ করেন। মঙ্গলবার বিকালে বিক্রামপুর মায়ের কাছ থেকে সাভারের উদ্দেশে বাসে করে রওনা দেন মালেক।

মঙ্গলবার এ ঘটনার পর থেকেই বিভিন্ন আত্মীয়ের কাছে খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায়নি মালেককে। রতন মিয়ার বিশ্বাস মঙ্গলবারের ঘটনায় আহত হয়েছে তার ছেলে। তিনি বুধবার ভোর থেকেই হাসপাতলের সামনে অবস্থান নিয়েছেন। ঢাকা মেডিকেলে শত শত রোগী থাকায় সব ওয়ার্ডে গিয়ে ছেলে খোঁজও করতে পারছেন না তিনি। খোঁজ নিয়েছেন পাশে থাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটেও। কিন্তু সেখানে থাকা ১০ জন আহতের মধ্যে তার ছেলে নেই বলে ঢাকাটাইমসকে জানান রতন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :