মার্কিন শীর্ষ আইনপ্রণেতাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ১৬:১২
অ- অ+

মার্কিন শীর্ষ আইনপ্রণেতা রিপাবলিকান কেভিন ম্যাক কারথিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। কিয়েভে যুদ্ধ সহায়তা নিয়ে মার্কিন কংগ্রেসে রক্ষণশীলদের মাঝে সন্দেহ দেখা দেওয়ায় জেলেনস্কি এ আমন্ত্রণ জানান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ আমন্ত্রণ জানান। সাক্ষাতকারে জেলেনস্কি বলেন, দএখানে কি ঘটছে,আমরা এখানে কীভাবে কাজ করি, যুদ্ধে আমাদের কি ক্ষতি হচ্ছে, কারা যুদ্ধ করছে এসব দেখার জন্যে মি. ম্যাককারথি আপনার এখানে আসা দরকার। এখানে এসে সব দেখার পর আপনি আপনার অনুমান নির্ধারণ করুন।’

ইউক্রেনীয় নেতা আরো বলেন, আমি মনে করি স্পিকার ম্যাককারথি কখনই কিয়েভ কিংবা ইউক্রেন সফর করেননি। আমি মনে করি এ সফর তার ভাবনাকে সহায়তা করবে।

জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়া ম্যাক কারথি সিএনএন’কে বলেছেন, পরিস্থিতি বোঝার জন্যে তার ইউক্রেন সফরের প্রয়োজন নেই।

স্পিকার হওয়ায় ম্যাক কারথি ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোর সমর্থন প্রতিহত করতে সক্ষম।

উল্লেখ্য, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রায় একশ বিলিয়ন মার্কিন ডলার সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়েছে।

(ঢাকাটাইমস/৯মার্চ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা