পিএসএলে ২৪২ রান করেও হারলেন বাবররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২৩, ১৪:৩৩

পাকিস্তান সুপার লিগে শুক্রবার রাতের ম্যাচে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৪২ রান করেও হেরেছে পেশোয়ার জালমি। রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরিতে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুলতান সুলতান। আর তাতেই রেকর্ড গড়েছে দলটি। পিএসএলের ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির নেই।

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় মুলতান। ৫ রানে শান মাসুদ ও ৭ রানে আউট হন মোহাম্মদ রিজওয়ান। এরপর তৃতীয় উইকেট জুটিতে কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে ক্রিজে ঝড় তোলের মুলতানের দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো। এ সময় মাত্র ৪৩ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দল।

পোলার্ড অর্ধশতক ও রুশো শতকের দেখা পান। মাত্র ২৫ বলে ৫২ রান করে আউট হয়েছেন পোলার্ড। এদিকে ১২১ রানে থামেন রুশো। মাত্র ৫১ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও আটটি ছয়ে সাজানো। এদিকে টিম ডেভিড ২ ও খুশদিল শাহ ১৮ রান করেন। আর জয় নিয়ে মাঠ ছাড়েন আনোয়ার আলী ও উসামা মীর।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় পেশোয়ার জালমি। মাত্র ১১.৪ ওভারে ওপেনিং জুটিতে আসে ১৩৪ রান। দুই ওপেনারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৩৩ বলে ৫৮ রানে সায়েম আইয়ুব ও ৩৯ বলে ৭৩ রানে বাবর আজম আউট হন। এদিকে ২ রানে ফেরেন রোভম্যান পাওয়েল।

এরপর মোহাম্মদ হ্যারিস ১১ বলে ৩৫, টম চ্যাডমোর ১৮ বলে ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ৬ বরে ১৬, ওয়াহাব রিয়াজ ২ বলে ৭ ও হাসেবুল্লাহ খান ৭ বলে ৭ রান করেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের জন্য উইকেটকে দুষছেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না মুশফিক

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান

ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিল আইসিসি

বাংলাদেশ দলকে বিশেষ উপহার দিল আফগানিস্তান

সাকিব-তামিমদের ছাড়িয়ে যেতে ক্রিকেটারদের মানসিকতায় উন্নতি চান সালাউদ্দিন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন মোহাম্মদ নবি

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ আলজারি জোসেফ

নারী আইপিএলে ৫ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে মাঠ মাতাবেন যারা

এই বিভাগের সব খবর

শিরোনাম :