বাখমুত এখন ‘কিলিং জোন’, ২৪ ঘণ্টায় শত শত রুশ সেনার মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৩, ২৩:১৮
অ- অ+

ইউক্রেনের দোনবাস অঞ্চলের বাখমুত শহর নিয়ন্ত্রণে নিতে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। দুই পক্ষই দাবি করেছে যে, বাখমুত রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় এক দেশ আরেক দেশের শত শত সেনা হত্যা করেছে।

ইউক্রেনের সামরিক মুখপাত্র শেরহি চেরেভাটি রবিবার বলেছেন, বাখমুতে তাদের সেনাদের হাতে ২২১ জন মস্কোপন্থী সেনা নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, দোনেস্ক সীমান্তে রুশ হামলায় ইউক্রেনের ২১০ জন সেনা নিহত হয়েছে। তবে তাদের বাখমুত রণক্ষেত্রে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু বলেনি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক ইনটেলিজেন্স বুলেটিনে বলা হয়েছে, বাখমুত এখন কিলিং জোনে পরিণত হয়েছে। বলা হয়েছে- রাশিয়ার ওয়াগনার গ্রুপ বাখমুতের পূর্ব অঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে পশ্চিম অংশ। ইউক্রেনের সামরিক বাহিনীর বাখমুতের কমান্ডার ইনচার্জ কর্নেল জেনারেল ওলেকসান্দ্রা বলেছেন, তারা রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজন মতো জবাব দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার জন্য বাখমুত ধরে রাখা জরুরি।

এদিকে, দোনবাস অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বাখমুত দখল রাশিয়ার জন্য অপরিহার্য। এর আগে রাশিয়ার প্রতিরখক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, বাখমুত দখল করতে পারলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরও গভীরে অভিযান চালাতে পারবে। এরইমধ্যে বাখমুত একটা বিধ্বস্ত শহরে পরিণত হয়ে পড়েছে। ধ্বংসপ্রাপ্ত এই শহরের জন্য লড়াইয়ের যৌক্তিকতা নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। ঢাকাটাইমস/১২মার্চ/এসটি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা