ত্রিশালে মাইক্রো উল্টে অগ্নিকাণ্ড, ৪ জনের পুড়ে মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে একটি মাইক্রোবাসে আগুন লেগে চারজন পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
রবিবার রাত ২টার দিকে উপজেলার রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস অফিসার জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাওয়ার পথে রাঙামাটিয়া এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়িতে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে চারজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এফএ)

মন্তব্য করুন