আপিল বিভাগের রায়
চাকরি ফিরে পাচ্ছেন না শরীফ, শোকজ ছাড়াই অপসারণ করা যাবে দুদক কর্মচারীদের

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচিত দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরি ফিরে পাচ্ছেন না।
বৃহস্পতিবার কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীদের অপসারণ সংক্রান্ত ৫৪(২) বিধি বাতিল বিষয়ক রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের ফলে দুদকের অপসারিত কর্মকর্তা শরীফ উদ্দিন আর চাকরিতে ফিরতে পারবেন না।
২০০৮ সালের দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গত বছরের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক।
ওই বিধিমালায় কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ক্ষমতা দুদকের রয়েছে। এরপরই চাকরিচ্যুতি ও ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ।
রিটের শুনানিতে আপিল বিভাগ বলেন, দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতিতে তাড়াহুড়ো করার প্রয়োজন ছিল না। তবে অভিযোগ থাকলে দুদকের চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া যেত।
আদালত আরও বলেন, হতে পারে দুদক কর্মকর্তা শরীফের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ আছে যার ভিত্তিতে তাকে দ্রুত চাকরিচ্যুত করেছে সংস্থাটি।
শুনানি শেষে গত ২ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছিলেন।
(ঢাকাটাইমস/১৬মার্চ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

দুই মাসের জন্য পাসপোর্ট পেলেন সম্রাট, চিকিৎসার জন্য যেতে পারবেন বিদেশ

তারেক-জোবায়দার মামলার শুনানি: দ্বিতীয় দিনেও হট্টগোল আইনজীবীদের

ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত, ‘দানকর’ দিতে হবে ১২ কোটি

এনবিআরের দানকর দাবি চ্যালেঞ্জ করে ড. ইউনূসের মামলার রায় আজ

রাজনীতিবিদরা সম্পদের রক্ষক, ভক্ষক হতে পারেন না: হাইকোর্ট

আমান ও টুকুকে দুসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি মামলায় আমানের ১৩ বছর ও টুকুর ৯ বছর কারাদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদনের শুনানি পেছাতে আবেদন

আমান দম্পতি ও টুকুর দুর্নীতি মামলায় আপিলের রায় আজ
