পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইইউ

আন্তজার্তিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ২৩:১৯

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আন্তর্জাতিক ন্যায়বিচার এবং ইউক্রেনের জনগণের জন্য একটি 'গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত' বলে স্বাগত জানিয়েছেন। খবর আল-জাজিরার।

বোরেল বলেন, 'আমরা সর্বদা ইউরোপীয় ইউনিয়নে স্পষ্ট করে দিয়েছি যে, ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনের জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই আন্তর্জাতিক অপরাধ আদালতের ইস্যুটি জবাবদিহির প্রক্রিয়ার শুরু মাত্র।'

শুক্রবার জারি করা এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ার স্থানান্তর করে শিশু অধিকার লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :