‘অস্বাস্থ্যকর’ ঢাকার চেয়েও খারাপ কুমিল্লা ও শেরপুরের বায়ু

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১১:১৫

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার ঢাকার অবস্থান ষষ্ঠ। তবে ঢাকার চেয়েও খারাপ কুমিল্লা ও শেরপুরের বাাতাস।

এদিন সকাল সাড়ে নয়টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৮। সেই বিবেচনায় ঢাকার বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’।

আজ দেশের অন্য দুই শহর কুমিল্লার স্কোর ১৭৩ আর শেরপুরের স্কোর ২০২।

আজ সকাল সাড়ে নয়টায় বিশ্বে বায়ুদূষের শীর্ষে ছিল ইরাকের রাজধানী বাগদাদ। শহরদিটর স্কোর ছিল স্কোর ২০৩। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে চীনের শেনইয়াং, তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, যার স্কোর ১৬৪।

এদিকে ১৬২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকতা। ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর।

গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে ঢাকাবাসী। এই মাসের মধ্যে ৯ দিন দুর্যোগপূর্ণ ছিল রাজধানীর বায়ুর মান, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :