হালান্ডের হ্যাটট্রিকে বার্নলিকে উড়িয়ে সেমিতে ম্যান সিটি

এফএ কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে বার্নলিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। হালান্ডের তিন গোলের পাশাপাশি জুলিয়ান আলভারেজ দুটি ও কোলে পালমার একটি গোল করেন।
আলভারেজের পাস থেকে ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন হালান্ড। তিন মিনিট পর ফিল ফোডেনের বাড়ানো বলে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৫৯ মিনিটে ফোডেনের শট পোস্টে লেগে ফেরত আসলে সিটির নাম্বার নাইন হ্যাটট্রিক পূরণ করেন।
এরপর কেভিন ডি ব্রুইনার দুটি অ্যাসিস্ট থেকে ৬২তম ও ৭৩তম মিনিটে দুটি গোল করেছেন আলভারেজ। এই দুই গোলের মাঝে ফোডেনের ক্রস থেকে পালমার সহজ গোলে সিটির ব্যবধান বাড়িয়েছেন।
ম্যাচ শেষে এই গোল মেশিন বলেছেন, ‘গত দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। জাতীয় দলের বিরতির আগে ৭-০ ও ৬-০ গোলে জয়ী হওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই দারুণ খুশি। আমি মনে করি এই মুহূর্তে আমরা মৌসুমের যে অংশে রয়েছি তাতে নিজেদের সেরাটা দেয়া খুবই জরুরি।’
(ঢাকাটাইমস/১৯মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

কিংসলের স্বপ্নপূরণের ম্যাচে বাংলাদেশের জয়

বায়ার্নের নতুন কোচ থমাস টুখেল

বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে হারিয়েছে বেলজিয়াম

এমবাপ্পের নেতৃত্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল ফ্রান্স

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

ফিফা প্রীতি ম্যাচ: বিকালে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ দল

শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

তামিমের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক
