হালান্ডের হ্যাটট্রিকে বার্নলিকে উড়িয়ে সেমিতে ম্যান সিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৫:৩৮
অ- অ+

এফএ কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে বার্নলিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। হালান্ডের তিন গোলের পাশাপাশি জুলিয়ান আলভারেজ দুটি ও কোলে পালমার একটি গোল করেন।

আলভারেজের পাস থেকে ম্যাচের ৩২তম মিনিটে দলকে এগিয়ে নেন হালান্ড। তিন মিনিট পর ফিল ফোডেনের বাড়ানো বলে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৫৯ মিনিটে ফোডেনের শট পোস্টে লেগে ফেরত আসলে সিটির নাম্বার নাইন হ্যাটট্রিক পূরণ করেন।

এরপর কেভিন ডি ব্রুইনার দুটি অ্যাসিস্ট থেকে ৬২তম ও ৭৩তম মিনিটে দুটি গোল করেছেন আলভারেজ। এই দুই গোলের মাঝে ফোডেনের ক্রস থেকে পালমার সহজ গোলে সিটির ব্যবধান বাড়িয়েছেন।

ম্যাচ শেষে এই গোল মেশিন বলেছেন, ‘গত দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। জাতীয় দলের বিরতির আগে ৭-০ ও ৬-০ গোলে জয়ী হওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই দারুণ খুশি। আমি মনে করি এই মুহূর্তে আমরা মৌসুমের যে অংশে রয়েছি তাতে নিজেদের সেরাটা দেয়া খুবই জরুরি।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা