টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
প্রজ্ঞাপন সূত্রে, 'আসন্ন পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বাংলা নববর্ষ ১৪৩০, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও মে দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পহেলা মে সোমবার পর্যন্ত মোট ৪০ দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে ১৬ এপ্রিল রবিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে, এই সময়ে যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় তাহলে করতে পারবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা করতে হবে।'
এছাড়াও প্রজ্ঞাপন সূত্রে আরো জানা যায়, পবিত্র রমজানের সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হবে। তবে, অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা জানান, 'যেহেতু ১৬ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে তাই প্রাথমিকভাবে হলগুলোও ওইসময় পর্যন্ত খোলা থাকবে সে হিসেবে আগামী ২৯ এপ্রিল শনিবার থেকে হলগুলো খুলে দেয়া হবে। তবে এর থেকে বেশি সময় পর্যন্ত খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।'
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

সিকৃবিতে মঞ্চায়িত হলো সেলিম আল দীন এর ‘বাসন’

এবারও শুচ্ছ থেকে বের হওয়ার দাবি বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা

ঢাবিতে বিজয় র্যালি অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

‘প্রযুক্তি সুবিধাও অন্তর্ভুক্তিমূলক হওয়া আবশ্যক’

বিজয়ের মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি

জবির নতুন উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ১০
