মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

আন্তজার্তিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৩:৪১
অ- অ+

মিয়ানমারে এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটির এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, ইয়াঙ্গুন-মান্দালে মহাসড়কে মাইল নির্দেশক ২৮৪/১-২ স্তম্ভের কাছে স্থানীয় সময় ভোর ৫ টা ৫০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সড়কটিতে থেমে থাকা একটি লরিকে হালকা একটি ট্রাক ধাক্কা দেয়ায় ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা সিনহুয়াকে বলেন, এ দুর্ঘটনায় ‘ঘটনাস্থলেই দুই পুরুষ প্রাণ হারিয়েছে। ওই গাড়িতে থাকা ১৮ জনের মধ্যে ১৪ জন গুরুতর আহত হয়েছে।’

তিনি জানান, আহতদের মধ্যে তিন জন পুরুষ ও ১১ জন নারী রয়েছে।

আহত লোকজনকে চিকিৎসার জন্য মিকতিলা হাসপাতালে পাঠানো হয়েছে।

৫৮৭ কিলোমিটার দীর্ঘ ইয়াঙ্গুন-মান্দালে এক্সপ্রেসওয়ে মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন ও দ্বিতীয় বৃহত্তম মান্দালের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

নিয়ম না মেনে দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মিয়ানমারের মহাসড়কে প্রায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা