সাতক্ষীরার উপকূলে হঠাৎ ঝড়ে বিধ্বস্ত অর্ধ শতাধিক ঘর-বাড়ি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৯:৩০

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার রমজাননগরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেটপাড়া, কলোনিপাড়াসহ কৈখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে বিধ্বস্ত হয়েছে ৫০টিরও অধিক ঘরবাড়ি। আর শতাধিক পরিবারের আধা পাকা, কাঁচা ঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দমকা হাওয়াসহ শিলা বৃষ্টির কারণে ফসলি জমির ক্ষয়ক্ষতি হলেও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আজগর হোসেন বুলু জানান, সকাল ১১টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়সহ শিলাবৃষ্টি শুরু হয়। এতে গ্রামের বহু মানুষের বসতবাড়ি ভেঙে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ কোনকিছু বুঝে উঠার আগেই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :