শাইন পুকুরকে হারিয়ে টানা চতুর্থ জয় মাশরাফির রূপগঞ্জের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৩, ২০:০৩
অ- অ+

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না অমিত হাসান। বৃষ্টি আইনে শাইন পুকুরকে ৩ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শাইনপুকুর। ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে তারা। এরপর ভারতের প্রিয়াঙ্ক পাঞ্চাল ২৩ ও আমিনুল ইসলাম বিপ্লব ১৩ রানে ফিরেন।

৯০ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক অমিত ও সাজ্জাদুল হক। সাজ্জাদুল ৫৭ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন অমিত। ৯টি চারে ১৪৪ বলে ১০৪ রান করেন অমিত। সাজ্জাদুল ও অমিতকে দু’জনই শিকার হন ভারতীয় চিরাগ জানির।পরবর্তীতে মাশরাফির বোলিং তোপে ১৫ বল বাকী থাকতে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর। মাশরাফি ৩টি ও জানি ৪ উইকেট নেন।

বৃষ্টির বাগড়ায় ৩৬ ওভারে ১৬৮ রানের টার্গেট পায় রূপগঞ্জ। জবাবে দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও ৭ বল বাকি থাকতে জয়ের স্বাদ নেয় রূপগঞ্জ। সাব্বির রহমান ৩৬, ইরফান শুক্কুর ৪৩ ও জানি ৪২ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন। শাইনপুকুরের হাসান মুরাদ ৩টি উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা