টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল আফগানিস্তান

শারজায় অনুষষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই আফগানদের প্রথম জয়। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রান তুলে পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় আফগানদের।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি দলনেতা শাদাব খান। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের সুবিচার করতে পারেননি ওপেনাররা। পাওয়ার প্লেতেই হারিয়ে বসে তিনটি উইকেট। মাত্র ৬ রানে মোহাম্মদ হ্যারিস, শূন্যরানে আব্দুল্লাহ শফিক ও ১৭ রানে ফেরেন সায়েম আইয়ুব।
পরে আফগানিস্তানের বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ২০ ওভার পুরো খেললেও একশর ঘরও পার করতে পারেনি পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রানের ইনিংসটি খেলেন ইমাদ ইমাদ ওয়াসিম। তাইয়েব তাহিরের ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া শাদাব খান করেন ১২ রান।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। পাওয়ার প্লে ছয় ওভারে তিন উইকেট হারানোর পর ৪৫ রানে ফেরেন টপঅর্ডারের চার জন ব্যাটার। ৯ রানে ইব্রাহিম জাদরান, শূন্যরানে গুলবাদিন নায়েব, ১৬ রানে রহমানুল্লাহ গুরবাজ ও ৭ রানে করিম জানাত সাজঘরের পথ ধরেন।
পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান। এ সময় দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ৫৩ রানের জুটি। তাতেই জয়ের দেখা পেয়ে যায় আফগানরা। ৩৮ বলে ৩৮ রানে মোহাম্মদ নবি ও ২৩ বলে ১৭ রানে নাজিবুল্লাহ জাদরান অপরাজিত থাকেন।
ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ নবি।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল আফগানরা

রিয়ালেই থাকছেন করিম বেনজেমা!

জয়ের সেঞ্চুরি, শেষ টেস্ট ড্র করল বাংলাদেশ ‘এ’ দল

জাপানে রোনালদোর মুখোমুখি হচ্ছে পিএসজি

সিটিকে হটিয়ে এফএ কাপ জিততে চায় ইউনাইটেড

ডাকেটের সেঞ্চুরিতে লিড নিচ্ছে ইংল্যান্ড

আফগানিস্তানকে ২৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

সৌদি ফুটবলে দোল খাচ্ছেন রোনালদো

মেসির পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করলেন গালতিয়ার
