মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করল কিশোর গ্যাং

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ২৩:০৫

মাদারীপুরে বন্ধুদের সঙ্গে ইফতার করতে গিয়ে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই কলেজছাত্র হলেন- সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৮) ও একই এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে নাঈম শেখ (১৮)। তারা দুজনই মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইফতার শুরু হওয়ার আগে সৌরভ ও তার বন্ধুরা মিলে পাশের বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঘুরতে যায়। ইফতারের সময় হলে তারা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার সামগ্রী নিয়ে বসে পড়ে। এ সময় ওই এলাকার সিফাত ব্যাপারী সঙ্গে কয়েকজন কিশোর এসে সৌরভদের মাঠ ছেড়ে চলে যেতে বলে। সৌরভ ও তার বন্ধুরা ইফতার শেষ করে মাঠ ছাড়ার কথা বলায় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায় সিফাত ব্যাপারী তার দলবল নিয়ে সৌরভকে লক্ষ্য করে অর্তকিত হামলা চালায়। এতে আহত হয় সৌরভ ও তার বন্ধু নাঈম। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নাঈমের ঘারে ছোট আঘাত। সৌরভ শঙ্কামুক্ত নয়। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’

হাসপাতালে আহত সৌরভ মাতুব্বর বলেন, ‘আমরা রোজা ছিলাম। চেয়েছিলাম একটু ভিন্ন পরিবেশে ইফতার করতে। তাই বন্ধুরা মিলে নয়াবাড়ি এলাকার খোলা মাঠে যাই। সেখানে ইউপি নির্বাচনের পূর্বশত্রুতা জের ধরে সিফাত তার গ্যাং নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার বিচার চাই।’

সৌরভের মামাতো ভাই রাকিব খান বলেন, ‘সিফাতের চাচা মনিরুজ্জামান নান্নু কুনিয়া ইউনিয়নে নির্বাচন করে পরাজিত হয়েছে। বিজয়ী চেয়ারম্যান অমিত হোসেন কবিরের ভাতিজা সৌরভ। নির্বাচনের পূর্বশত্রুতা থেকে সিফাত এই হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।’

অভিযোগের বিষয় জানতে চাইলে সিফাত ব্যাপারী বলেন, ‘আমার সঙ্গে সৌরভের হাতাহাতি হয়েছে, কোন মারামারি হয় নাই। আমার কোন লোকজন সৌরভ ও তার বন্ধুদের কোপায় নাই। এটি মিথ্যে অভিযোগ।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে, তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :