দেশের উন্নতি হলেও সম্পদ পাচার থামেনি: রুহিন হোসেন প্রিন্স

স্বাধীনতার ৫০ বছর পর আমাদের দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও প্রবাসীরা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে কিন্তু দেশের সম্পদ পাচার থামেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
রবিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কিন্তু গণতান্ত্রিকহীনতা, সাম্প্রদায়িকতার নির্বাপন এখনও করতে পারি নাই। লুটপাটতন্ত্রই এখন জেঁকে বসেছে।’
তিনি বলেন, ‘আমরা যখন যুদ্ধ করি তখন জানতাম, পাকিস্তান দেশ একটা, কিন্তু অর্থনীতির ছিল দুটা। আমাদের এখানকার জনগণ যে সম্পদ উৎপাদন করতো সেগুলো বিদেশে পাচার হতো। বিশেষ করে পশ্চিম পাকিস্তানে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও সেসব থামেনি, আগে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হতো এখন বিদেশ বিভূঁইয়ে সম্পদ পাচার হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনই আমাদের নতুন করে শপথ নিতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমাদের যে অর্থ পাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। আমাদের কমিউনিস্ট পার্টি এই শপথ নিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করছে। ‘
(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট গণতন্ত্র হত্যার কলঙ্কজনক অধ্যায়: সজীব ওয়াজেদ জয়

সরকারের দমননীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: জামাল হায়দার

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করলেন সাজু

আহত আইনজীবীদের দেখতে হাসপাতালে রিজভী

আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে: জিএম কাদের

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুগদা-খিলগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ফিরোজায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত

বিশ্বের ধনাত্মক জিডিপি অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকটকাল উতরাতে পেরেছে: লুৎফর রহমান
