মৌলভীবাজারে মৃত ১৩ শকুন উদ্ধারের ঘটনায় মামলা

মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় শকুনের ১৩টি মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন এলাকার মো. রোকন ও কচনু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় মামলাটি করেন সদর বন্যপ্রাণী রেঞ্জের বর্ষিজোড়া বিটের বিট কর্মকর্তা আবু নাঈম মো. নুরুন্নবী।
মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ বলেন, ‘মৃত ১০টি শকুন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কর্মকর্তারা বস্তায় করে আমাদের কাছে নিয়ে আসেন। এগুলো ১০-১২ দিন আগে মারা গেছে বলে ধারণা করছি। সব পচে-গলে গেছে। শকুনগুলোর মৃত্যুর কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেট ল্যাবরেটরিতে পাঠিয়েছি। ধারণা করছি, মৃত গরু কিংবা কুকুর অথবা শিয়াল খেয়ে শকুনগুলো মারা যেতে পারে।
অনেক সময় গরুর চিকিৎসায় ডাইক্লোফেনাক জাতীয় ইনজেকশন ব্যবহার করা হয় এবং কুকুর-শিয়াল নিধনে গ্রামগঞ্জে বিষ জাতীয় পদার্থ ব্যবহৃত হয়। এই প্রাণীগুলোর কোনোটি মারা যাওয়ার পর তার মাংস শকুন খেলে তারাও বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ‘মামলায় মো. রোকন ও মজনু মিঞার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। বন বিভাগ থেকে শকুনের মৃতদেহ উদ্ধার হওয়া এলাকা থেকে দুটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মামলার সঙ্গে প্রমাণ হিসেবে ওই বোতল দুটি থানায় জমা দেওয়া হয়েছে।’(ঢাকাটাইমস/২৬মার্চ/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শনিবার থেকে শুরু

বরিশালে মঞ্চে ওঠাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মারামারি, আহত ৭

দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

বাঞ্ছারামপুরে জিল্লুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য: হানিফ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত

তারাকান্দায় পাঁচ দিনের জন্য ১৪৪ ধারা জারি, বন্ধ নির্বাচনি প্রচারণা
