পুঁজিবাজার
সূচকের উত্থানে চলছে প্রথম কার্যদিবসের লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে চলছে লেনদেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৩৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৭টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।
অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এজে)
সংবাদটি শেয়ার করুন
পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত
পুঁজিবাজার এর সর্বশেষ

রূপালী ও মেঘনা লাইফ ক্রেতাশূন্য হওয়ার পর ব্যবস্থা নেবে বিএসইসি, ডিএসই?

রূপালী লাইফের কারসাজি চক্র মেঘনা লাইফেও?

সোমবার সূচকের পতনেও ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

মঙ্গলবার লেনদেন বন্ধ রাখবে রূপালী ইন্স্যুরেন্স

রবিবার ব্লক মার্কেটে ১৯৬ কোটির লেনদেন

ডিএসইতে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজারকে কোণঠাসা করে রাখা হচ্ছে, অভিযোগ ডিএসই চেয়ারম্যানের

সাউথইস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

বাজেটে কী পেল পুঁজিবাজার?
