সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৩, ১৬:৫৮
অ- অ+

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে নাশকতার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলা জামায়াতের নূরুল হুদা, জামায়াত নেতা জামসেদ আলম, জেলা জামায়াত পশ্চিম শাখার আমীর মাও: মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, শিবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাকিম মোল্ল্যা পিন্টু, জামায়াত নেতা ফজর আলী, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম সরদার এবং সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আটককৃত আসামিরাসহ আরও ৭০/৮০ জন জামায়াত বিএনপির নেতাকর্মীরা খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদে নাশকতার প্রস্তুতি গ্রহণ করছিল এমন গোপন খবরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জন আসামিকে আটক করে। বাকি আসামিরা পুলিশের উপস্থিতি টের পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৪ জোড়া লাঠি, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ এবং বোমা সাদৃশ্য ৪টি ককটেল উদ্ধার করা হয়।

এঘটনায় সদর থানার এস আই দেব কুমার বাদী হয়ে ২৮ জনকে এজাহার নামীয় এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তরের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা