এফডিসিতে অরুণা বিশ্বাসকে ইভটিজিংয়ের অভিযোগ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক ফাইটার আরমানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তুলেছেন নব্বই দশকের অভিনেত্রী ও সমিতির কার্যনির্বাহী সদস্য অরুণা বিশ্বাস। শুক্রবার এ বিষয়ে তিনি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে অরুণা বিশ্বাস বলেন, গত ২ এপ্রিল শিল্পী সমিতির সভায় উপস্থিত হই। সভা শেষ হওয়ার প্রাক্কালে সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক আরমান আমাকে আমার শরীর সম্পর্কে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করে। একজন সিনিয়র শিল্পী হিসেবে আমি অপমানিত ও অসম্মানিত বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। একজন দপ্তর ও প্রচার সম্পাদকের কাছ থেকে এরূপ কুরুচিপূর্ণ মন্তব্য আমি কখনো আশা করি না। আরমান যা করেছেন তা ইভটিজিংয়ের সামিল।
এছাড়াও আমি যখন মিটিংয়ে প্রবেশ করি তখন সাইমন সাদিক, সহ-সাধারণ সম্পাদক আমাকে অসম্মান/অপমানজনক মন্তব্য করে, যা একজন সিনিয়র শিল্পী হিসেবে জুনিয়র শিল্পীর নিকট থেকে কাম্য নয়। এমন যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত হওয়াই অসম্ভব হয়ে পড়বে এবং সিনিয়র শিল্পীরা সমিতিতে প্রবেশ করতে বিব্রতবোধ করবে। উপরোক্ত বিষয়টি আপনি (ইলিয়াস কাঞ্চন) গুরুত্ব সহকারে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আমি আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবো।
এ ব্যাপারে জানতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, অরুণা বিশ্বাসকে ‘সরি’ বলবেন জানিয়ে আরমান বলেন, ‘ফাজলামি করে মোটা হওয়ার কথা বলেছি। জায়েদ খানের সদস্যপদ স্থাগিতের রেশ ধরে অরুণা বিশ্বাস এ অভিযোগ করেছেন। বিষয়টি দুষ্টামি করে বলা হয়েছিল।’
সেদিন সমিতিতে অরুণার সঙ্গে আপনার হাতাহাতি হওয়ার কথা শোনা গেছে- এমন প্রশ্নে আরমান বলেন, ‘না এরকম কিছু হয়নি। যেটা হয়েছে দুষ্টামির ছলে। যেহেতু অভিযোগ করেছে, তাকে (অরুণা বিশ্বাস) ‘সরি’ বলে দেব।’
(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএম/কেএম)

মন্তব্য করুন