চুম্বন বিতর্কে ক্ষমা চাইলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৭:০০

চুম্বন বিতর্কে ক্ষমা চেয়েছেন বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামা।

এর আগে রবিবার এক অনুষ্ঠানে এক বালককে চুমু দেন দালাই লামা। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে ক্ষমা চান তিনি।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি ওই বালক ও তার পরিবারের নিকট ক্ষমা চান তিনি। একইসঙ্গে নিজের আচরণের ব্যাখ্যাও দেন এই বৌদ্ধ ধর্মগুরু।

বৌদ্ধ ধর্মগুরুকে নিয়ে আচমকাই বিতর্ক শুরু হয় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে। একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দালাইকে প্রণাম জানাতে এসেছিল এক বালক। এ সময় দালাইয়ের সামনে মাথা নোয়ানো বালককে চিবুক ধরে তার ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। এরপর তিনি নিজের জিভটি বের করে এনে ওই কিশোরকে বলেন তার জিভটিতে চুমু দিতে।

পড়ে ওই ভিডিও ঘিরেই শুরু হয় হইচই। দালাই এক কিশোরের সঙ্গে এমন আচরণের কেন করলেন, তার ব্যাখ্যা খুঁজে পাননি অনেকেই।

সোমবার এই আচরণের ব্যাখ্যা দিয়ে নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আধ্যাত্মিক গুরু প্রায়শই তার সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে ঠাট্টা তামাসা করেন। তার নিষ্পাপ মজা করার ঢঙেই তিনি এটা করেন। ক্যামেরার সামনে, প্রকাশ্যেই করে থাকেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এসএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :