সাতক্ষীরায় একনলা বন্দুকসহ চার জোড়া হরিণের শিং উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে একটি একনলা বন্দুকসহ চার জোড়া হরিণের শিং উদ্ধার করেছেন নৌ পুলিশের সদস্যরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের ড্রেন থেকে এসব শিং ও বন্দুক উদ্ধার করা হয়।
স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। হঠাৎ খাদ্যগুদামের পানি বের হওয়ার ড্রেনে একটি বস্তায় হরিণের শিং জাতীয় কিছু দেখতে পেয়ে স্থানীয় নৌ পুলিশকে খবর দেই। পরে তারা এসে হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।
নৌ পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় চার জোড়া হরিণের শিং ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিংগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। বন্দুকটি নৌ পুলিশের কাছে রয়েছে বলে জানান তিনি।
বনবিভাগের চুনকুড়ি টহল ফাঁড়ির ওসি হারুন-উর-রশিদ বলেন, হরিণের শিংগুলো বছরখানেক আগের বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন