মহেশপুরে এমপি চঞ্চলের উদ্যোগে পাঁচ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

মহেশপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রী পিচ ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এই বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুন্ডু, সাধারণ সম্পাদ শেখ এমদাদুল হক বুলু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার প্রমুখ।
পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সকল বস্ত্র বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এসএ)

মন্তব্য করুন