ঈদে ‘পাপ’ র সঙ্গে থাকার আহ্বান তাদের

ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের সিনেমা বাজার। গত কয়েক বছরের তুলনায় এবার একই ঈদে মুক্তির অপেক্ষায় রেকর্ড সংখ্যক সিনেমা। সেগুলোর মধ্যে একটি ‘পাপ’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি।
সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী, নির্মাতাসহ সংশ্লিষ্টরা। সেখানে তারা এই ঈদে ‘পাপ’ সিনেমার সঙ্গে থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক সৈকত নাসির বলেন, ‘ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি একটি ক্রাইম থ্রিলার ছবি। দর্শক নতুন স্বাদের কিছু পাবেন এখানে। কারণ, এ ধরণের ছবি সাধারণত খুব একটা তৈরি হয় না আমাদের এখানে।’
ঈদ উৎসবকে ঘিরে মুক্তির মিছিলে রয়েছে বেশকিছু ছবি। কিন্তু সে তুলনায় দেশে সিনেমা হলের সংখ্যা খুবই কম। এ অবস্থায় হল পাওয়া নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না জানতে চাইলে সৈকত জানান, তিনি হল নিয়ে ভাবছেন না। বিষয়টি দেখার জন্য প্রযোজনা সংস্থা আছে। তারাই এ ব্যাপার নিয়ে ভাববে। সেইসঙ্গে সিনেমা হলের বাজে পরিবেশের কথাও উল্লেখ করেন।
সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে সিনেমার নায়ক জিয়াউল রোশান বলেন, ‘পাপ মানেই ক্রাইম। যত ধরণের পাপ সাধারণত হয়ে থাকে সব এই সিনেমাতে দেখানো হয়েছে। আশা করি ইদে দর্শকদের সিনেমাটি বিনোদিত করতে পারবে।’
সিনেমাটিতে শায়লা চরিত্রে অভিনয় করেছেন ববি। চরিত্রটিতে নিজেকে প্রস্তুত করতে কতটা পরিশ্রম করতে হয়েছে—জানতে চাইলে ববি বলেন, ‘প্রত্যেক চরিত্রের জন্য আমাদের নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম করতে হয়। ওই জায়গা থেকে এই চরিত্রটির জন্যও পরিশ্রম করতে হয়েছে।’
এ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে জাকিয়া মাহার। তিনি বলেন, ‘পাপে আমাকে পাপী হিসেবে দর্শক দেখবে।এ সিনেমায় অনেক ধরণের পাপ করি। সবার চাহিদার কারণের পাপ আমাকে করতে হয়েছে।’
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন