বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৭:১০
অ- অ+

গাজীপুরে কালিয়াকৈর -শ্রীপুর আঞ্চলিক সড়কে ঈদের দিন আনন্দ করতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জীবন হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সাথে থাকা তার বন্ধু মোটরসাইকেলচালক গুরুতর আহত হন ।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় মারা যান জীবন। এর আগে কালিয়াকৈর-শ্রীপুর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন (২৩) গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

নিহত জীবনের চাচা জুয়েল রানা জানান, ঈদ উপলক্ষে দুই বন্ধু মিলে গাজীপুরের হোতাপাড়া থেকে কালিয়াকৈরের ফুলবাড়িয়ায় ঘুরতে গিয়েছিল। সেখানে যাওয়ার পথে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল জীবনের বন্ধু। ফুলবাড়িয়া আতাব আলীর মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জীবন ও তার বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে জীবনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদীপ চক্রবর্তী জানান, হাসপাতালে মৃত অবস্থায় জীবনকে আনা হয়েছে। রাস্তায় ছিটকে পড়ায় তার বুকে আঘাত প্রচণ্ড আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা