আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বোমাবাজি, যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:৪৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বোমাবাজিতে জিয়ারুল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১০জন।

রবিবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসরাশ চন্দ্রনারয়ণপুর গ্রামের কসিমুদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, কয়েক দিন ধরে সুন্দরপুর এলাকায় দুটি গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে বোমাবাজি করে আসছিল। শনিবার বিকালেও দুই পক্ষ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিঠে বোমা লেগে জিয়ারুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান, বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা